Arya Biswas

Aug 18, 20211 min

আনন্দমেলা, পূজো এসে গেল!

পূজো আসছে মানেই 'আনন্দমেলা' আসবে বাড়িতে। কিন্তু তখনই পড়বার দেদার অনুমতি নেই! হাফ ইয়ারলি পরীক্ষা চলছে যে। যদিও তারই মধ্যে চলছে লুকিয়ে চুরিয়ে আনন্দমেলা পড়া। মনে আছে বেশিরভাগ সময় আমার পরীক্ষার সিট পড়তো জালনার পাশে, আরদূরথেকে ভেসে আসতো পূজোর গান। কোথাও তখনো চলছে প্যান্ডেল তৈরির শেষ পর্যায়ের কাজ। মনটা চলে-যেত ঐ আনন্দমেলার পাতায়। আর একবার মহালয়া পেরিয়ে পরীক্ষা শেষ হলে পুরো দমে পড়া শুরু। পড়তে পড়তেই কখন যেন চলে আসতো সপ্তমী। কখনো শিলিগুড়ি, কখন বঙাইগাঁও, মালিগাঁও, কখনোবা বিহারের কাটিহার, পূজোর আমেজ কিন্তু সর্বপ্রথম নিয়ে আসতো এই আনন্দমেলা। নন্টেফন্টে থেকে মহাকাশ, হাঁশিমারা থেকে অ্যামাজন। খেলা, রোমাঞ্চকর গল্প, ইতিহাস, আরও কতকি।

সব মিলিয়ে বাঙালি শিশু মনে নতুনকে জানার স্ফুলিঙ্গ জালানোর কাজটা আজও করে যাচ্ছে আনন্দমেলা।

    20
    0