মনে ও মুখে হাসি, একটা অত্যন্ত ভালোলাগা।
জানি পরের আর এপিসোড নেই। আর মাত্র কটা মূহুর্ত। আর দেখা হবেনা এই মানুষগুলোর সাথে। হয়তো কাল্পনিক তারা, তবু যেন আত্মীয়। ঐ যে সারেঙ্গিটা বেজে উঠলো, ক্যামেরা প্যান করে ওপরে উঠছে। মানে আর একটুও দেখাবেনা, ওঁদের জীবনটা এখানেই থাকলো! জানি নেই, তবুও খুঁজছি নেক্সট এপিসোডের চিহ্নটা। কিন্তু নাহ্, নেই। রয়েগেল একটা অপূর্ব অনুভূতি। ঠিক, ঠিক এতটাই ভালো 'Ghar Wapsi', HotStar এ। আর অবশ্যই ধন্যবাদ গুড়িয়াকে।
Comments