top of page

স্বপ্নই বাস্তব হয়!

Updated: Aug 5, 2023

কখনো কখনো স্বপ্নও বাস্তব হয়! এই স্বপ্নকে বাস্তবে রূপান্তরিত করতে যারা আমাদের সাহায্য করেছেন তাদের ধন্যবাদ জানিয়ে শুরু করবো এই বিবরণ। তারা হলেন আমার বন্ধু সপ্তর্ষি চক্রবর্তী ও লাদাখের মিস্টার সাঙ্ঘিয়াস। লিস্টটা যদিও এখানেই শেষ নয়! আর হয়তো ঠিক এই কারণেই লেহ শহর, শ্রীনগর এখন আর বেশি দূর মনে হয়না। যদিও সে গল্প আগামীর জন্য তোলা থাক। কাশ্মির ও লাদাখ! ভারতের উত্তরে এইদুই অঞ্চল দেখতে, তাকে অনুভব করতে, প্রতি বছর বহু ভ্রমণপিপাসুদের ভীড় হয়। এ বছরো তার খামতি নেই। শুনলাম এবার নাকি ভ্রমণপিপাসুদের সব রেকর্ড ছাড়িয়ে গেছে এই অঞ্চলে। তা যাইহোক, আমরাও সেই খাতায় নাম লিখিয়ে ১৮ জুন চেপে বসলাম ভোরের বিমানে। কলকাতা - দিল্লি হয়ে দুপুরে শ্রীনগর। একেবারে ৩১ ডিগ্রি থেকে ১৪! বাংলায় তখনও বৃস্টির প্রভাব শুরু হয়নি, কিন্তু শ্রীনগর ঢোকার আগে থেকেই ঘনঘটা করে অকাল বর্ষণের মেঘেরা বিরাজমান। কেই বা জানতো এর জল কতদূর গড়াবে!

Facebook


7 views0 comments

Comments


bottom of page